Site icon Jamuna Television

চীনা ছাত্রদের পড়ার খরচ দেবেন হংকংয়ের সুপারম্যান

চীনের গুয়াংডং প্রদেশের শানতৌ বিশ্ববিদ্যালয়ে চলতি বছর ভর্তি হওয়া সব ছাত্রের পূর্ণ টিউশন ফি দেবেন এশিয়া মহাদেশের শীর্ষ ধনী ও হংকংয়ের সুপারম্যান খ্যাত লি কা সিং।

বিশ্ববিদ্যালয়টিতে কয়েক হাজার ছাত্র পড়াশোনা করছেন। বুধবার তার দাতব্য প্রতিষ্ঠান লি কা সিং ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করেছে।

৯০ বছর বয়সী লির ৩ হাজার ৪০ কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে। লির আগে গত মাসে একই পদক্ষেপ নেন মার্কিন বিলিয়নিয়র রবার্ট এফ স্মিথ। যুক্তরাষ্ট্রের কলেজ ছাত্রদের ঋণের দায় থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর বিবিসির।

একেবারে জিরো থেকে হিরো যাকে বলে তাই হচ্ছেন লি কা সিং। দিনমজুর থেকে এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদায় আসীন হয়েছেন তিনি। গত বছরই নিজের হাতে গড়া প্রতিষ্ঠান সিকে হাচিসন থেকে অবসর নিয়েছেন।

সম্পদের দিক দিয়ে লি কা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকেও ছাড়িয়ে গেছেন। জ্যাকের সম্পদের পরিমাণ বর্তমানে ২ হাজার ৮২০ কোটি ডলার।

Exit mobile version