Site icon Jamuna Television

ইতিহাসের দ্বারপ্রান্তে সাকিব

বিশ্বকাপে ফর্মের মগডালে আছেন সাকিব আল হাসান। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখেছেন তিনি। ফলে নিত্যনতুন ইতিহাস রচনা করে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বৃহস্পতিবার বিশ্বকাপের গ্রুপপর্বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচে সাকিবের সামনে রয়েছে নতুন আরেকটি রেকর্ডের হাতছানি। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে যদি ৫০ রান অতিক্রম করতে পারেন, তা হলে তিনি হবেন টানা ছয় ম্যাচে হাফসেঞ্চুরি করা বাংলাদেশি প্রথম ক্রিকেটার।

সাকিব ইতিমধ্যে বিশ্বকাপের সবশেষ চার ম্যাচে অংশ নিয়ে পরপর চারবার ৫০ রানের কোটা অতিক্রম করেছেন। তন্মধ্যে সেঞ্চুরি রয়েছে দুটি। এর আগে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে অর্ধশতক পার করেন তিনি। বিশ্বকাপের শেষ দুই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন যথাক্রমে ১২১ ও অপরাজিত ১২৪ রান।

সাকিবের ধারাবাহিক ব্যাটিংয়ে ভর করে বিশ্বকাপে পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে দুই ম্যাচে জয়ের বিপরীতে হেরেছে দুটি। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।

সাকিবের সবশেষ ৫ ওয়ানডে ম্যাচের রান

১২৪*- ওয়েস্ট ইন্ডিজ (২০১৯ বিশ্বকাপ)

১২১- ইংল্যান্ড (২০১৯ বিশ্বকাপ)

৬৪- নিউজিল্যান্ড (২০১৯ বিশ্বকাপ)

৭৫- দক্ষিণ আফ্রিকা (২০১৯ বিশ্বকাপ)

৫০*- আয়ারল্যান্ড (ত্রিদেশীয় সিরিজ)

Exit mobile version