নিখোঁজের ১১ দিন পর মায়ের কোলে ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলম সৌরভ।
বেলা সাড়ে ১১টার দিকে বনানীর বাসায় সৌরভকে পরিবারের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। এ সময় স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
সৌরভের মা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। ছেলেকে ফিরে পাওয়ায় সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন তিনি।
তিনি বলেন, আর যেন কোনো মা’কে সন্তানের জন্য এমন অপেক্ষা না করতে হয়।
সোহেল তাজ বলেন, সৌরভের ওপর দিয়ে যে ধকল গেছে তা সামলে নিতে সময় লাগবে। প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলে সৌরভের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

