Site icon Jamuna Television

সুখবর দিল নটিংহ্যামের আবহাওয়া

জয়ের প্রত্যাশায় বৃহস্পতিবার (২০ জুন) বিকালে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগেও আলোচনায় বৃষ্টি। ইতিমধ্যে এতে বিশ্বকাপের চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই এদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

গুরুত্বপূর্ণ লড়াইয়ে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে বৃষ্টিকে। এ ম্যাচে লুকোচুরি খেলতে পারে সেটি। মাঝে মধ্যে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। আবার তা আড়াল হয়ে দেখা মেলবে সূর্যের আলোর। তবে সুখবর হচ্ছে, খেলা পণ্ড হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ম্যাচের ফলে প্রভাব ফেলবে ইংলিশ কন্ডিশন।

২০ জুন নটিংহ্যামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ১১টা থেকে ১টার মধ্যে বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে উভয় দলই। বৃষ্টি হলেও বিরতি দিয়ে রোদ উঠবে। বিকালে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে আসবে। কিছুটা সময় বৃষ্টিবাধা থাকলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই।

অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি, সবসময় বাংলাদেশের জন্য পয়া! ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টিবাধায় হয়নি দুই দলের খেলা। তাতে ভীষণ উপকৃত হয়েছিলেন মাশরাফিরা। তবে এবার বৃষ্টি হলে খুব একটা লাভ নেই। প্রথম ও শেষ কথা জয়। কাঙ্ক্ষিত বিজয়ই টাইগারদের সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে দিতে পারে।

Exit mobile version