Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (২০ জুন) বিকালে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এ ম্যাচে জিতলে সেমিফাইনালের পথে আরো একধাপ এগিয়ে যাবেন টাইগাররা। ৫ ম্যাচে ২টি করে জয়-পরাজয় ও ১ পরিত্যক্তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছেন তারা।

গুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ একাদশ কেমন হবে তা নিয়ে কৌতুহলী ক্রিকেটপ্রেমীরা। গুরুত্বপূর্ণ লড়াইয়ে দলে আসতে পারে দুটি পরিবর্তন। ইনজুরি আক্রান্ত পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় ঢুকতে পারেন পেসার রুবেল হোসেন। আর আনফিট স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের স্থলাভিষিক্ত হতে পারেন হার্ডহিটার সাব্বির রহমান।

এবারের বিশ্বমঞ্চে এখন পর্যন্ত খেলা হয়নি রুবেল-সাব্বিরের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত তারা। ইতিমধ্যে অনেকে বলাবলি শুরু করেছেন, বিশ্বজয়ী দলের বিপক্ষে কাজে লাগতে পারে রুবেলের রিভার্স সুইং। উপকারে আসতে পারে সাব্বিরের লেগস্পিনও।

এই দুটি ছাড়া বাংলাদেশ একাদশে আর কোনো রদবদলের সম্ভাবনা নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়া ম্যাচে খেলা সবাই থাকছেন। আবার ন্যূনতম খেলার মতো অবস্থায় থাকলে উইনিং কম্বিনেশন ধরে রাখতে সাইফ-মোসাদ্দেককেও খেলানো হতে পারে।

Exit mobile version