Site icon Jamuna Television

রাজিবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরন দেয়ার নির্দেশ হাইকোর্টের

দুই বাসের চাপায় নিহত তিতুমীর কলেজ শিক্ষার্থী রাজিবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে।

দুপুরে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

এসময় আদালত ড্রাইভিং লাইসেন্স দেয়ার আগে চালকদের চোখ ও মাদক পরীক্ষা করার নির্দেশ দেন।

আদালত থেকে বলা হয়, বাস রুট ফ্রাঞ্জাইজ সিস্টেল চালু করতে হবে। সকল পাবলিক বাসের দরজা বন্ধ থাকবে, কেবল নির্দিষ্ট স্টপিজে থামবে। ড্রাইভারদের ডোপ টেষ্টের ব্যবস্থা রাখবে নিয়মিত। শব্দ দূষণের বিষয়ে ড্রাইভারদের কঠোরভাবে সতর্ক করতে হবে। ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে সব পয়েন্টে। প্রত্যেক বাস কোম্পানির আলাদা কালার কোড থাকবে। নির্দিষ্ট স্থান ছাড়া সকল পাবলিক বাসের দরজা বন্ধ থামবে।

সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীবের মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণের রুলের ওপর রায় ঘোষণার জন্য ২০ জুন তারিখ নির্ধারণ করেন আদালত।

গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান ছাত্র রাজীব।

Exit mobile version