Site icon Jamuna Television

গুগল ম্যাপসে স্পিডোমিটার

গুগল ম্যাপসে নতুন স্পিডোমিটার ফিচার যোগ করেছে গুগল। এর মাধ্যমে কত গতিতে গাড়ি চলছে তা দেখতে পারবেন চালক। সম্প্রতি অ্যাপটিতে রাস্তার গতিসীমা দেখানো এবং গতি মাপার ক্যামেরার বিষয়ে সতর্ক করার ফিচারও চালু করেছে গুগল। গাড়ির ড্যাশবোর্ডে স্পিডোমিটার থাকা সত্ত্বেও ম্যাপসে কেন ফিচারটি আনা হল তা নিয়ে গ্রাহকের মনে প্রশ্ন আসতে পারে। চালক গাড়ি চালানোর সময় ম্যাপ দেখাকালীন যাতে গতিও দেখতে পারেন সে কারণে ফিচারটি যোগ করেছে গুগল। এতে গ্রাহককে ম্যাপ দেখার সময় আলাদাভাবে ড্যাশবোর্ডে চোখ রাখতে হবে না- খবর প্রযুক্তি সাইট সিনেটের। সামনের কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে গুগল ম্যাপসে এই ফিচারটি উন্মুক্ত করা হবে। আপডেট এলে সেটিংস মেনুতে নতুন এ ফিচার দেখতে পারবেন গ্রাহক। নতুন ফিচারটি চালু করতে গুগল ম্যাপস চালু করে মেনু থেকে সেটিংস বাছাই করতে হবে। পরে এখান থেকে নেভিগেশন সেটিংসের মধ্য থেকে ড্রাইভিং অপশন থেকে স্পিডোমিটার চালু করতে পারবেন গ্রাহক।

Exit mobile version