Site icon Jamuna Television

পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জে পিতা আব্দুল গনিকে হত্যার দায়ে পুত্র তাহেরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক এম জি আযম এ রায় প্রদান করেন। আদালত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত আব্দুল গনি মোরারকগঞ্জ চিনি কলে কর্মচারি থাকা কালে মতিষ্ক বিকৃতি ঘটে। তাকে অবসর দেওয়া হয়। ভিক্ষা করতেন রাতে। খুনতলা গ্রামে এন্দশ আলির দরগায় রাত্রি যাপন করতেন। তার ছোট ছেলে আসামি তাহেরুল বাবার সাথে থাকতো ও চিনিকল থেকে পাওনা ২ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিত। এজন্য বাবাকে মারধরও করতো। পরিবারের লোকজন বাধা দিলে তাদেরও মারধর করতো।

২০১৪ সালের ২২ জানুয়ারি ভিক্ষা শেষে রাতে দরগায় এসে ঘুমান আব্দুল গনি। তার সাথে থাকা ছেলে তাহেরুল পরের দিন সকালে পরিবারের লোকদের জানান বাবা মারা গেছে। পরিবারের লোকজন গিয়ে দেখেন আব্দুল গনির দাঁত ভাঙ্গা ও মাথায় হাতে রক্তাক্ত জখম রয়েছে। নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে তাহেরুল ইসলামসহ অজ্ঞাত ২-৩ জনের নামে কালীগঞ্জ থানায় মামলাা করেন। পুলিশ তদন্ত শেষে আসামি তাহেরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হলে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

Exit mobile version