Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কোন হস্তক্ষেপ নেই: তথ্যমন্ত্রী

বিএনপি সবকিছু নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, খালেদার আইনজীবীদের মধ্যে কোন গলদ আছে কিনা, বিএনপির উচিত তা খতিয়ে দেখা।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের স্মরণসভায় তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই শাস্তি হয়েছে বিএনপি চেয়ারপারসনের। সরকারের হস্তক্ষেপ থাকলে কোন মামলাতেই খালেদা জিয়া জামিন পেতেন না বলেও মন্তব্য করেন তিনি। হাছান বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কোন হস্তক্ষেপ নেই। বিএনপিকে এখন রাজপথে খুঁজে পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version