Site icon Jamuna Television

দর্শনায় ১০৫ ভরি স্বর্ণসহ আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট থেকে সৈয়দ রুমান (৩০) ও মেসরিন (৪২) কে ৪টি স্বর্ণের শিকলসহ আটক করে দর্শনা আইসিপি বিজিবি টহল দল। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে স্বর্ণসহ আটক করা হয়।

আটককৃত রুমান বরিশাল জেলার বানিরীপাড়া উপজেলার দড়িকর গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং মেসরিন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার জিদপুর গ্রামের হাজী শরাফত শরীফের ছেলে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র পরিচালক মোঃ ইমাম হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে দর্শনা আইসিপি টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর হোসেন সঙ্গীয়ও ফোর্সসহ জেলার দামুড়হুদা থানার অন্তর্গত আইসিপি চেকপোস্ট হতে রুমান ও মেসরিনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ কেজি ২৪ গ্রাম (১০৫ ভরি) ওজনের ৪টি স্বর্ণের শিকল আটক করতে সক্ষম হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক মোঃ ইমাম হাসান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪৬ লক্ষ ২০ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণের শিকল চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে ও আটককৃত আসামিদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version