Site icon Jamuna Television

ড্রোন ভূপাতিত করে ইরান খুব বড় একটি ভুল করেছে: ট্রাম্প

ইরানের রেভ্যুলেশনারী গার্ড বাহিনী কর্তৃক গুলি করে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার ঘটনাকে ইরানের খুব বড় ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ড্রোন ভূপাতিত করা নিয়ে সাংবাদিকরা তাকে কি পদক্ষেপ নেয়া হবে এমন প্রশ্ন করলে তিনি এর কোন উত্তর না দিয়ে বলেন আপনারা দেখতে পারবেন।

ওয়াশিংটন বলছে, ড্রোনটি ইরানের আকাশ সীমায় নয় বরং হরমুজ প্রণালীর উপর আন্তর্জাতিক আকাশ সীমায় উড়ছিল।

কিন্তু ইরানী কর্তৃপক্ষ বলছে যুক্তরাষ্ট্রের দাবি সম্পূর্ণ মিথ্যা আরও-৪ গ্লোবাল হক নামের মার্কিন ড্রোনটি ইরানের আকাশ সীমা লঙ্ঘন করে দেশটির হরমুজ প্রণালীর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রবেশ করেছিল।

ইরানের বাহিনী দ্বারা ড্রোন ভূপাতিত করার পরপরই ট্রাম্প টুইট করে বলেন ‘ইরান খুব বড় একটি ভুল করেছে।’

ইরান এমন সময়ে মার্কিন ড্রোন ভূপাতিত করলো যখন হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে চলছে এবং যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে ডাকছে।

Exit mobile version