Site icon Jamuna Television

রাজধানীর গ্রিনরোডের হাসপাতালে র‍্যাবের অভিযান

রোগী আইসিইউতে রেখে অতিরিক্ত বিল আদায় করার অভিযোগে রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ জুন) রাতে স্যোসাল ইসলামী ব্যাংক হাসপাতালে চলে এ অভিযান।

এসময় রোগির ব্যবস্থাপত্রসহ আনুষাঙ্গিক কাগজপত্র পর্যালোচনা করা হয়।

এ ব্যাপারে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রট সারওয়ার আলম জানান, রোগির ব্যবস্থাপত্র তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। সেইসাথে ভুয়া বিল তৈরির অভিযোগটিও সত্য মনে হচ্ছে।

তবে রোগীর এই ব্যবস্থাপত্র পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।

মতামত পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

Exit mobile version