Site icon Jamuna Television

ভারতের হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৪৪

ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।

কর্তৃপক্ষ জানায়, কুলু জেলায় এ দুর্ঘটনা ঘটে।

প্রায় ৭০ জন যাত্রী ছিল বাসটিতে। অনেকেই বসেছিল বাসের ছাদে।

বানাজারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রাথমিক তদন্তের পর অতিরিক্ত যাত্রী ও বেপরোয়া গতিকেই দুর্ঘটনার কারণ বলে দায়ী করেছে নিরাপত্তা বাহিনী।

Exit mobile version