Site icon Jamuna Television

রাজধানীর সদরঘাটে নৌকাডুবিতে নিখোঁজ ২, উদ্ধার ৩

সদরঘাটে নৌকা ডুবির ঘটনায় এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে। একজন ছেলে আর অন্য জন মেয়ে। তারা দু্ই জনই আপন ভাই বোন। ছেলে শিশুটির নাম মেশকাত বয়স আনুমানিক ১২ বছর এবং মেয়ে শিশুটির নাম নুসরাত বয়স আনুমানিক বয়স ০৫ বছর। উদ্ধার অভিযানে কোস্ট গার্ড ডুবুরিদল।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নৌকায় করে সদরঘাট থেকে কেরানীগঞ্জ যাচ্ছিলেন একই পরিবারের ৫ জন।

এসময় ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘পূবালী ৫ ‘ লঞ্চের ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে তিনজন সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও পানিতে ডুবে যায় দুই শিশু।

যৌথবাহিনীর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে বাবুল ফরাজি (৪২), শামিম মৃধা (৩০) ও ছয় মাসের একটি বাচ্চা।

Exit mobile version