Site icon Jamuna Television

ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব নিয়ে জটিলতা

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পদগুলোয় পরবর্তী নেতা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। শুক্রবার (২১ জুন) বেলজিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে এ বিষয়ে একমত হতে পারেননি জোটের নেতারা।

৩০ জুন আবারও বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ব্রাসেলসের সম্মেলনে।

সম্মেলনে যোগ দেন ইইউর প্রেসিডেন্ট, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ জোটের শীর্ষ নেতারা।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানান, কোনো প্রার্থীই সংখ্যাগরষ্ঠিতা না পাওয়ায় শীর্ষ পদগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।

ইইউর সংগঠনগুলোর পরবর্তী নেতৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে বিরোধ। উদার সংস্কারপন্থিদের নেতৃত্ব দেখতে চায় কয়েকটি দেশ।

অন্যদিকে রক্ষণশীল নেতৃত্বের দাবি আরেক পক্ষের। পরিবেশ, জলবায়ু, ব্রেক্সিট ইত্যাদি ইস্যুতেও তৈরি হয়েছে বিভেদ।

Exit mobile version