Site icon Jamuna Television

চলন্ত ট্রেনে কিশোরীকে শ্লীলতাহানীর ঘটনায় মামলা

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেনের টয়লেটে কিশোরীকে শ্লীলতাহানীর ঘটনায় মামলা হয়েছে। আজ সকালে অভিযুক্ত মমিনুল ইসলামকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। ঈশ্বরদী জিআরপি থানায় মামলা করে কিশোরীর পরিবার।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের টয়লেটে এই ঘটনা ঘটে। রাত পৌঁনে ৯টায় ট্রেনটি বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের টয়লেটে যায় ওই কিশোরী। পরে বের হতে দরজা খুলতেই জোর করে টয়লেটে ঢুকে পড়ে অভিযুক্ত মমিনুল। চিৎকার শুনে ট্রেনে দায়িত্বরত পুলিশকে খবর দেয় কিশোরীর পরিবার। সেখান থেকে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ।

Exit mobile version