Site icon Jamuna Television

হংকংয়ে বিক্ষোভ অব্যাহত

বিতর্কিত প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল হংকং। চীনা স্বায়ত্ত্বশাসিত প্রদেশটির প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। শুক্রবার সকাল থেকেই প্রশাসনিক ভবন এলাকায় জড়ো হয় হাজার হাজার নাগরিক।

সময় গড়ানোর সাথে সাথে বিশাল জনসমুদ্রে পরিণত হয় রাজপথ। যোগ দেয় রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠন, মানবাধিকার কর্মীসহ সর্বস্তরের মানুষ। কালো পোশাকে প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা জানান তারা। শ্লোগান দেয় বেইজিংপন্থি ক্যারি লামের পদত্যাগের দাবিতে। বিতর্কিত বিলটি বাতিলের দাবিতে প্রায় দু’ সপ্তাহ ধরে আন্দোলন চলছে হংকংয়ে। ব্যাপক বিক্ষোভের মুখে বিল স্থগিতের ঘোষণা দিলেও তা পুরোপুরি বাতিলের দাবি জানায় নাগরিকরা। বিলটি পাস হলে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের বিচারের জন্য পাঠানো হবে চীন, তাইওয়ান ও ম্যাকাওয়ে।

Exit mobile version