Site icon Jamuna Television

ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ৮০১তম স্থানে ঢাবি, এশিয়ায় ১২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ৮০১তম স্থানে রয়েছে। পাশাপাশি এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২৭তম স্থান অর্জন করেছে।

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাংকিং মূল্যায়ন প্রতিষ্ঠান কিউএস-এর জরিপে সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে।

শুক্রবার ঢাবির বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার গুণগত মান ও ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে এর অবস্থান বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা সচেতন রয়েছে। শিক্ষার গুণগত মান ও র‌্যাংকিং উন্নয়নে প্রয়াস অব্যাহত আছে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান ‘টাইমস হায়ার এডুকেশন’ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সম্প্রতি প্রকাশিত জরিপে ৪১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা-সমালোচনা ঝড় শুরু হয়। এই অবস্থার মধ্যেই র‌্যাংকিং এর এমন খবর এলো।

Exit mobile version