Site icon Jamuna Television

বিএনপির আন্দোলন করার সক্ষমতা থাকলে করে দেখাক: ওবায়দুল কাদের

বিএনপি পারলে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করুক। বারবার এমন হুমকির কোনো বাস্তবতা দেখা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির গণতন্ত্রের ধারণা স্ববিরোধিতায় পূর্ণ। তাদের আন্দোলন করার সক্ষমতা থাকলে করে দেখাক। অভিযোগ করেন, দুর্নীতির ধারা অব্যাহত রাখার জন্যই বিএনপি তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। তিনি জানান, উৎসবমুখর পরিবেশে মাসব্যাপি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

Exit mobile version