Site icon Jamuna Television

৪ দিন পর দিনাজপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে ৪ দিনের ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক গ্রুপ।

সকালে জেলা প্রশাসেনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাস মালিক-শ্রমিক নেতারা ও পুলিশ প্রশাসনের বৈঠক হয়। বৈঠকে কমিটি গঠন করা হয়। ভবিষ্যতে এ ধরণের ঘটনা ঘটলে কমিটির মাধমে সমাধানের ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের জেরে গত ৪ দিন বন্ধ থাকে দিনাজপুর থেকে সব রুটে বাস চলাচল। এতে দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী। অনেকে বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন। অবশ্য ধর্মঘট প্রত্যাহারের আগেই আজ সকাল থেকে শহরে চলছে হালকা যানবাহন। পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনায় বুধবার হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি বাস পুড়িয়ে দেয়। এর ক্ষতিপূরণ চেয়ে ধর্মঘটে নামে পরিবহন শ্রমিকরা।

Exit mobile version