Site icon Jamuna Television

ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রির্পোটার, নেত্রকোণা

নেত্রকোণার বারহাট্টায় হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধষর্ণের অভিযোগের মামলার আসামি ওই প্রতিষ্টানের প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে নেত্রকোণা পৌরসভার সামনের সড়কে মানববন্ধন হয়েছে।

কয়েকটি সামাজিক সংগঠনের ব্যানারে মানবন্ধনে বক্তারা অবিলম্বে ওই শিক্ষককে গ্রেফতারসহ মামলা নিতে গড়িমসি করা পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি করেন বক্তারা।

এ বিষয়ের নির্যতিত ওই শিক্ষার্থী নিজেই বাদি হয়ে বারহাট্টা থানায় তিন জুন অভিযোগ একটি মামলা দায়ের করলে দশ তারিখ মামলাটি আমলে নেয় পুলিশ। এঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আইন উদ্দিনকে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং এর সভাপতি উসমান গণি তালুকদার জানান, ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ থাকায় প্রধান শিক্ষক আইন উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার করা হতে পারে।

Exit mobile version