Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের শঙ্কায় সতর্কতা জারি

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জেগে উঠলো ইন্দোনেশিয়ার আগুং আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের আশঙ্কায় জারি হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। শনিবার সন্ধ্যায় সক্রিয় হয়ে ওঠে পর্যটনকেন্দ্র বালির কাছের আগ্নেয়গিরিটি। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছাই ও ধুলোবালি। আগ্নেয়গিরিকে ঘিরে সাড়ে ৭ কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় বালি বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় দু’হাজার যাত্রী। প্রায় ৫০ বছর পর গেল সেপ্টেম্বরে প্রথমবার সক্রিয় হয় মাউন্ট আগুং। সে সময় ঘরছাড়া হয় প্রায় ২৫ হাজার মানুষ। ১৯৬৩ সালে মাউন্ট আগুংয়ের ভয়াবহ উদগিরণে প্রাণ যায় ১১শ’ মানুষের।

Exit mobile version