Site icon Jamuna Television

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের ম্যানচেস্টারে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ শেষে সেটাই হয়ে আছে তাদের একমাত্র জয়। টুর্নামেন্ট যত সামনে এগোচ্ছে, ততই যেন পিছিয়ে পড়ছে উইন্ডিজ। পাঁচ ম্যাচে প্রাপ্তি মোটে তিন পয়েন্ট। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততে হবে বাকি চার ম্যাচেই।

অন্যদিকে টুর্নামেন্টে এখনও অপরাজিত নিউজিল্যান্ড পাঁচ ম্যাচে তুলে নিয়েছে নয় পয়েন্ট। আজ জিতলে সেমিতে এক পা দিয়েই ফেলবে কেন উইলিয়ামসনের দল।

Exit mobile version