Site icon Jamuna Television

আল জাজিরা অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে হুমকি দেয়া হয়েছে। তবে কোন জঙ্গি সংগঠন নয়, এই হুমকি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এক উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা।

গত শুক্রবার দুবাইয়ের লে. জেনারেল ডাহি খালফান এক টুইট বার্তায় এ কথা বলেন। তিনি মনে করেন মিশরের সিনাইয়ে মসজিদে বোমা হামলা ও গোলাগুলির উসকানি দিয়েছে আল জাজিরা।

টুইটবার্তায় এই সাবেক পুলিশ চিফ আরও বলেন, ওই গণমাধ্যমটি আল কায়েদা, আইএস ও আল নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে উসকানি দিয়ে আসছে।

এ ঘটনায় আল জাজিরার আরবি’র ব্যবস্থাপনা পরিচালক  ইয়াসির আব্দুল্লাহ বলেন, এরপর আল জাজিরা ও  কর্মচারীদের ওপর যদি কোন রকম হামলা হয়, তবে তার দায়ভার জেনারেল খালফানকেই নিতে হবে।

এর আগেও আঞ্চলিক নানা বিষয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন লে. জেনারেল ডাহি খালফান।

Exit mobile version