Site icon Jamuna Television

জয়পুরহাটে অলিম্পিক ডে পালিত

মুভ, লার্ন এন্ড ডিসকভার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে পালিত হয়েছে অলিম্পিক ডে।

দিবসটি উপলক্ষ্যে আজ (২৩ জুন) সকালে জেলা স্টেডিয়াম থেকে র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওই র‌্যালীতে সদর উপজেলা চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সদস্য এসএম সোলাইমান আলী, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোরশেদুল আলম লেবু, অতিরিক্ত সম্পাদক আহসান কবির এপ্লব, কার্যকরী সদস্য খম রনিসহ ক্রীড়া সংগঠক, ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের খেলোয়ার বৃ›ন্দ ও সাংবাদিকরা অংশ নেন ।

Exit mobile version