Site icon Jamuna Television

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আসিয়ান জোটের প্রতি আহ্ববান

মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে আসিয়ান জোটের নেতাদের প্রতি আহ্ববান জানিয়েছে ডানপন্থী দল গুলো।

শনিবার (২২ জুন) থাইল্যান্ডের ব্যাংককে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ গুলোর জোট আসিয়ান সামিটের বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বলা হয়, নিরাপদ প্রত্যাবাসন না হলে আবারও নিজ দেশে নির্যাতনের শিকার হতে পারে রোহিঙ্গারা। তাই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে আন্তর্জাতিক মহলকে।

সম্মেলনে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সাথে সাইড লাইন বৈঠকও করেছেন নেতারা।

রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি সম্মেলনে আলোচনা হয় দক্ষিণ চীন সাগর নিয়েও।

আঞ্চলিক সংকট মোকাবেলায় সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে বলেও জানান জোটের নেতারা।

৩৪তম এ সম্মেলনকে ঘিরে বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা।

Exit mobile version