Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা জিতব: পাক অধিনায়ক

বিশ্বকাপে খুব ভালো অবস্থায় নেই পাকিস্তান। পাঁচ ম্যাচে ১ জয়, ৩ পরাজয় ও ১ পরিত্যক্তে ৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে দলটি।

এ অবস্থায় রোববার (২৩ জুন) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছেন সরফরাজরা। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় গড়াবে ম্যাচটি।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই মহারণে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। অবশ্য সেই ব্যাপারে ভীষণ আশাবাদী পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।

তিনি বলেন, টুর্নামেন্ট এখন যথেষ্ট ওপেন। আমাদেরও সেমিফাইনালে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা সেরা ক্রিকেট খেলব ও জিতব।

ইতিহাস টেনে তিনি বলেন, আইসিসি টুর্নামেন্টে আমরা একাধিকবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছি। এবারও তাই হবে। দলে কিছু বদলও আনছি আমরা।

Exit mobile version