Site icon Jamuna Television

ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুলাই এ কাউন্সিল হবে। নেতৃত্ব নির্ধারণে বয়সসীমা তুলে দেয়ার দাবিতে সংগঠনটির সাবেক কমিটির নেতাদের আন্দোলনের মাঝেই এ তারিখ ঘোষণা করা হলো।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের তারিখ ঘোষণা করেন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির নেতা ও আপিল কমিটির প্রধান শামসুজ্জামান দুদু।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, নির্বাচনের মাধ্যমে ছাত্রদলের আগামী কমিটি গঠন করা হবে। কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, সম্মেলনের লক্ষ্যে ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন। ভোটার তালিকা নিয়ে আপত্তি থাকলে ২৫ জুনের মধ্যে জানাতে হবে। আর ২৬ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৩ জুলাই পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। ১৫ জুলাই সকাল ৯ টা থেকে কাউন্সিলে ভোগ গ্রহণ শুরু হবে, যা শেষ হবে ৩টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানী প্রমুখ।

Exit mobile version