Site icon Jamuna Television

ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ

বিতর্কিত ডিআইজি মিজানের বিপুল পরিমান অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তার বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে রিপোর্ট জমা দেয়া হয়েছে।

এর আগে বিতর্কিত ডিআইজি মিজানের ঢাকার সকল সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। গেল ১২ জুন ডিআইজি মিজানের সম্পদক অনুসন্ধানে নতুন করে দায়িত্ব দেয়া হয় দুদক পরিচালক মঞ্জুর মোরশেদকে। ঘুষগ্রহণ ও তথ্য পাচারের অভিযোগে আগের অনুসন্ধান কর্মকর্তা দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করার পর এই নিয়োগ দেয়া হয়। তার তদন্তের সময় রাজধানীর কাকরাইলের কয়েক কোটি টাকা মুল্যের বানিজ্যিক ফ্ল্যাট বিক্রি করে দেন মিজান। তার ভাগনে পুলিশের এসআই নোমানের নামে কিনেছিলেন তিনি। এ ঘটনা অনুসন্ধানের পর রাজধানীতে ডিআইজি মিজান ও তার পরিবারের নামে থাকা তিনটি ফ্ল্যাট, ২ টি ব্যবসা প্রতিষ্ঠান, জালিয়াতি করে নেয়া পুর্বাচল প্রকল্পের ১টি, জোয়ার শাহারায় এবং পুলিশ হাউজিং এর ২ টি প্লট ক্রোকের আবেদন করে দুদক। এছাড়াও ধানমন্ডির সিটি ব্যাংকে থাকা একটি হিসাবও জব্দ করার নির্দেশ দেন আদালত।

Exit mobile version