Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে ২ ইউপি নির্বাচন স্থগিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ও সাহেবেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।

রোববার বিকালে কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চর কালকিনি ও সাহেবেরহাট ইউনিয়নের সীমানা পুনঃ নির্ধারন না হওয়া এবং নদী ভাঙ্গন অব্যাহত থাকায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা নির্বাচন অফিস ও রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রেরন করেছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ ৮ বছর পর ওই ২ ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়। গত ২০ জুন বিভিন্ন পদে ১২২ জন মনোনয়ন পত্র জমা দেন। ২৩ জুন রোববার মনোনয়ন পত্র বাছাই শেষ দিন। আগামি ২৫ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য্য ছিল।

Exit mobile version