Site icon Jamuna Television

‘অফিসে বসে বসে শুধু চা খাইলে হবে? দেশপ্রেম থাকতে হবে’

দেশের সড়কে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন ড্রাইভারদের বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় বিআরটিএর প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ ক্ষোভ প্রকাশ করেন। আদালত বিআরটিএর রোড সেফটি শাখার পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই রাব্বানীকে আজ তলব করেছিলেন। ফিটনেসবিহীন ৪ লাখ ৫৮ হাজার ৩৬৯টি গাড়ির নাম, নাম্বার, মালিকের নাম তাকে এক মাসের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেন। বিআরটিএর পরিচালকের উদ্দেশ্যে আদালত বলেন, অফিসে বসে বসে শুধু কি চা খাইলে হবে? দেশপ্রেম থাকতে হবে। চোখের সামনে এত সড়ক দুর্ঘটনা হচ্ছে তবুও সংশ্লিষ্টদেরকি বিবেক জাগ্রত হয় না?

বলেন, দুর্নীতির ব্যাপারে জিরো ট্রেলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বেতন বাড়ানোর পরও কেন দুর্নীতি থাকবে। আগামী ২৩ জুলাই বিষয়ে পরবর্তী আদেশের তারিখ নির্ধারণ করেন হাইকোর্ট।

Exit mobile version