Site icon Jamuna Television

বিশ্বকাপ নিয়ে আবারো ভবিষ্যতবাণী করলেন ম্যাককালাম

বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে বিতর্কিত ভবিষ্যতবাণী করে আলোচনায় আসেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। সেসময় তিনি বলেছিলেন, পুরো টুর্ণামেন্টে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জিততে পারবে। কিন্তু বাংলাদেশ জিতেছে এখন পর্যন্ত ২টি ম্যাচ। আরো বাকি আছে তিনটি ম্যাচ।

এ বিতর্কের রেশ না কাটতে কাটতেই আবারো বিশ্বকাপ নিয়ে ভবিষ্যতবাণী করলেন ম্যাককালাম। এবার সেমিফাইনালে কোন চারটি দেশ খেলবে সে বিষয়ে ভবিষ্যতবাণী করেন তিনি।

তার মতে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড এই বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে। ভবিষ্যতবাণী করার পাশাপাশি তিনি টুর্ণামেন্টের আর কোনো ম্যাচ যাতে বৃষ্টিতে ভেস্তে না যায় সে প্রার্থণাও করেন।

একই সঙ্গে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিশ্বকাপ জয় দেখতে মুখিয়ে আছেন বলেও জানান সাবেক এই ক্রিকেটার।

Exit mobile version