Site icon Jamuna Television

টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা, ফিরেছেন সাইফউদ্দীন ও মোসাদ্দেক

বিশ্বকাপ ক্রিকেটে আজকের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে হেরে ব্যাট করছে টাইগাররা। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে টাইগারদের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাউদাম্পটনে নিজেদের সেরাটাই দিতে চায় টাইগাররা।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। সাব্বির রহমানের জায়গায় ঢুকেছেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আর পেসার রুবেল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

Exit mobile version