Site icon Jamuna Television

ইরান-মার্কিন উত্তেজনা হ্রাসে আলোচনার দাবি আমিরাতের

যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ইরান গুলি করে ভূপাতিত করার পর দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে আলোচনার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। খবর আরব নিউজের

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার কারকশ রোববার এক টুইটে লিখেছেন, উপসাগরীয় উত্তেজনা কেবল রাজনৈতিকভাবে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের সংকটে সম্মিলিত চেষ্টা দরকার। প্রাথমিকভাবে উত্তেজনা প্রশমন ঘটাতে হবে এবং আলোচনা ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে।

আনওয়ার বলেন, একটি স্থায়ী সমাধান বের করতে আঞ্চলিকভাবে আকাঙ্ক্ষা থাকতে হবে।

বৃহস্পতিবার একটি মার্কিন সামরিক নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করে তেহরান। ইরানের সীমান্তের ভেতর এটি ঢুকে পড়েছিল বলে দাবি করছে তারা।

কিন্তু ওয়াশিংটন বলছে, এটা আন্তর্জাতিক জলসীমায় ছিল। এদিকে এ ঘটনার জেরে ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ও গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

Exit mobile version