Site icon Jamuna Television

ইরানের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে চাই: পম্পেও

যুক্তরাষ্ট্র কোনো শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তিনি রোববার রাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে গত শুক্রবার দাবি করেছিলেন, তার প্রশাসন ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে চায়। এ নিয়ে ট্রাম্প ও পম্পেও গত কয়েক মাসে অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেন।

ডোনাল্ড ট্রাম্প গত বছর সম্পূর্ণ বেআইনিভাবে পরমাণু ইস্যুতে ছয় জাতির সমঝোতা লঙ্ঘন করে ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে।

তেহরান আমেরিকার এর জবাবে ওয়াশিংটনকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, হুমকি ও চাপের মোকাবেলায় দেশটি আলোচনায় বসে না। এ ছাড়া আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে এসে আগে নিজের সদিচ্ছার প্রমাণ দিতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত ১৩ জুন তেহরান সফরকারী জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে বলেন, আমেরিকাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না তেহরান। আলোচনার প্রশ্নই আসে না।

Exit mobile version