Site icon Jamuna Television

পেটে শিশু রেখে সেলাই: ৩ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

কুমিল্লায় যমজ সন্তানদের একজনকে পেটে রেখে অস্ত্রোপচার শেষ করার ঘটনায় মা খাদিজা আক্তারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার এবং চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি, অভিযুক্ত চিকিৎসককে অস্ত্রোপচার থেকে বিরত রাখারও নির্দেশ দেয়া হয়েছে। ক্ষতিপূরণ পরিশোধ করবে ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

আজ রোববার হাইকোর্টের একটি বেঞ্চে এর আগে দেওয়া রুলের নিষ্পত্তি করে এ রায় দেয়া হয়।

গত ১৮ সেপ্টেম্বর সরকারি মালিগাঁও হাসপাতালের সহকারী সার্জন হোসনে আরা কুমিল্লার ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ খাদিজা আক্তার নামে এক প্রসূতির অস্ত্রোপচার করেন।  গর্ভে দুটি সন্তান থাকলেও অস্ত্রোপচার করে একটি সন্তান ভূমিষ্ঠ করান হোসনে আরা; আরেকটি সন্তানকে টিউমার বলে অপারেশনের কাজ শেষ করেন।

ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর গত ২৯ অক্টোবর চিকিৎসক ও কুমিল্লার সিভিল সার্জনসহ তিনজনকে তলব করেন হাইকোর্ট।

যমুনা অনলাইন: টিবিজেড/টিএফ

 

Exit mobile version