Site icon Jamuna Television

আয়াতুল্লাহ খামেনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। একইসাথে, দেশটির শীর্ষস্থানীয় ১০ সামরিক কর্মকর্তাদেরও রাখা হয়েছে নিষেধাজ্ঞা তালিকায়। সোমবার, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেন এই ঘোষণা।

তিনি জানান, গেলো কয়েকদিন ধরে ইরানের শত্রুভাবাপন্ন আচরণ লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে, মার্কিন নিয়ন্ত্রণাধীন যেকোন আর্থিক ব্যবস্থায় প্রবেশের ক্ষেত্রে বাধা পাবেন আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা।

ট্রাম্পের অভিযোগ, এসব কর্মকর্তা সন্ত্রাসবাদের মূল ইন্ধনদাতা। তাদের নির্দেশেই সম্প্রতি উপসাগরীয় এলাকায় তেল ট্যাংকারে হামলা এবং মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে, নিষেধাজ্ঞা আরোপের পরই ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ তীব্র প্রতিক্রিয়ায় জানান। বলেন, মার্কিন প্রশাসন কূটনীতি নয় বরং যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছে।

Exit mobile version