Site icon Jamuna Television

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে যেসব রেকর্ড গড়লেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে ৫১ রান করার পাশাপাশি ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে একাধিক রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপ ইতিহাস একমাত্র ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট কোনো আসরে ৪০০ বা এর চেয়ে বেশি রান ও ১০ বা এর চেয়ে বেশি উইকেট প্রাপ্তির ডাবলের নজীর স্থাপন করলেন সাকিব। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে তার সংগ্রহ ৪৭৬ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১০ উইকেট।

বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ৫০ বা এরচেয়ে বেশি রান ও ৫ উইকেট শিকারের স্বাদ পেলেন সাকিব। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।সোমাবর ৫১ রান করার মধ্য দিয়ে ২৭ ম্যাচে বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একহাজার রান পূর্ণ করেন সাকিব। তাছাড়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি ম্যাচ সেরার পুরস্কার জিতলেন এ অলরাউন্ডার।

বিশ্বকাপ ইতিহাসে সাকিব দ্বিতীয় ক্রিকেটার যিনি একই আসরে দুটি শতক হাঁকানোর পাশাপাশি নিয়েছেন দুটি ম্যাচে চারটি করে উইকেট।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপে আজ ৫ উইকেট শিকারের দেখা পেলেন সাকিব। এর আগে আর কোনো বাংলাদেশি বোলার এ কীর্তি গড়তে সক্ষম হননি।

বিশ্বকাপ ইতিহাসে সাকিবই একমাত্র ক্রিকেটার যার বল হাতে ৩৩ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে রয়েছে ১,০০০ রান করার রেকর্ড।

Exit mobile version