Site icon Jamuna Television

শাহবাজপুর সেতুতে ২২ টনের বেশি যানবাহনের ওপর নিষেধাজ্ঞা

ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর সেতু দিয়ে ২২ টনের বেশি ওজনের যে কোন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করতে কড়াকড়ি অবস্থানের কথা জানান কর্মকর্তারা। বলেন, টু-ওয়ে সেতুর এক পাশ, তুলনামূলক ভালো থাকায় সেটি দিয়ে ধীরে ধীরে ভারী যানবাহন পারাপার হচ্ছে। আর ভঙ্গুর অংশ দিয়ে হালকা যানবাহন পারাপার হচ্ছে ধীরে ধীরে। তাই এখনও সেতুর দু’পাশে আছে গাড়ির জটলা। ৩ জুলাই নতুন সেতু উদ্বোধনের আশা প্রকাশ করেছেন, সড়ক বিভাগের কর্মকর্তারা। এরআগে পরিস্থিতি উন্নতির খুব বেশি সম্ভবনা নেই বলে জানান তারা। এদিকে, গাড়ির জট কমাতে ফেরি সার্ভিস চালুর কথা থাকলেও দু’দিনেও তা শাহবাজপুর সেতু এলাকায় পৌঁছাতে পারেনি।

Exit mobile version