Site icon Jamuna Television

ভ্যালেন্সিয়ার কাছে পয়েন্ট হারালো বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে শিরোপার দাবিদার বার্সেলোনা। তবে, রেফারির ভুল সিদ্ধান্তে আরেক গোল থেকে বঞ্চিত হয়েছে ক্লাবটি।।

ভ্যালেন্সিয়ার মাঠে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের ২ শীর্ষ দল। ৩০ মিনিটে মেসির নেয়া শট গোললাইন পেরিয়ে গেলেও, তা নজর এড়িয়ে যায় রেফারির। গোলশূন্য প্রথমার্ধের পর স্বাগতিকরা এগিয়ে যায় ৬০ মিনিটে। গোল করেন ফরোয়ার্ড রড্রিগো। ৮২ মিনিটে ম্যাচে ফেরে মেসি-সুয়ারেজরা। এই মৌসুমে প্রথমবারের মতো স্কোরশিটে নাম তোলেন ডিফেন্ডার জর্দি আলবা। চলতি লিগে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এই প্রথম টানা ২ ম্যাচ জয়হীন রইল ভালভার্দে শীষ্যরা। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা আর ৪ পয়েন্ট কম নিয়ে পরের অবস্থানে ভ্যালেন্সিয়া।

Exit mobile version