Site icon Jamuna Television

রাজধানীতে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর সায়েদাবাদে ট্রাকচাপায় নূর মোহাম্মদ রহমান নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

প্রত্যক্ষ্যদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে যাত্রাবাড়ি এলাকার জনপথ মোড় এলাকায় মোটরসাইকেল করে সিভিল পোষাকে বাড়ি ফিরছিলেন ঐ পুলিশ সদস্য। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

পরে তার মরদেহ ঢাকা মেদিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নূর মোহাম্মাদের বাড়ি নীলফামারী হলেও ঢাকায় পুলিশের কোন বিভাগে তিনি দায়ীত্বরত অবস্থায় আছেন সে বিষয়ে এখনো কোন তথ্য মেলেনি পুলিশের।

Exit mobile version