Site icon Jamuna Television

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রতিহত করবে রাশিয়া

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞাকে ‘বেআইনি’ মনে করছে রাশিয়া।

পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার কার্যালয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কিছু করতে চাইলে রাশিয়া তা প্রতিহত করবে। খবর টিআরটির।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ এ হুশিয়ারি দিয়েছেন।

একটি রুশ বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকোভ বলেন, যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞা শুধু উত্তেজনাই বৃদ্ধি করবে। ট্রাম্প প্রশাসনের উচিত ইরানের সঙ্গে আলোচনায় বসা।

তবে নিষেধাজ্ঞা কার্যকর হলে রাশিয়া কী পদক্ষেপ নেবে, তা স্পষ্ট করেননি তিনি।

এর আগে সোমবার নতুন এই নিষেধাজ্ঞার সমালোচনা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে বলেছেন, আমরা ভেবে দেখেছি এ নিষেধাজ্ঞা বেআইনি।

এদিকে রিয়াবকোভের সঙ্গে মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামি শুকরা ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ যাকি সাক্ষাৎ করেছেন।

রাশিয়ার রাজধানী মস্কোয় সোমবার তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version