Site icon Jamuna Television

ভাইয়ের দেয়া আগুনে দগ্ধ সেই কলেজছাত্রী মারা গেছে

নরসিংদীতে ফুফাত ভাইয়ের দেয়া আগুনে দগ্ধ কলেজছাত্রী ফুলন বর্মণ মারা গেছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

স্বজনরা জানায়, গত ১৩ জুন রাতে বীরপুর এলাকায় বাসায় ফেরার পথে ফুলনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় ফুফাত ভাই ভবতোষ ও তার দুই বন্ধু। দ্রুত তাকে উদ্ধার করে নেয়া হয় নরসিংদী সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে।

এ ঘটনায় মামলা হলে ভবতোষ ও তার দুই বন্ধু রাজু ও আনন্দকে গ্রেফতার করে পুলিশ।

আদালতে দেয়া জবানবন্দিতে ভবতোষ জানায়, জমি নিয়ে প্রতিবেশিদের সাথে বিরোধ চলছিলো তাদের। প্রতিপক্ষকে ফাঁসাতেই ফুলনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় সে।

Exit mobile version