Site icon Jamuna Television

ফিলিস্তিনিদের ‘শতাব্দীর সেরা সুযোগ’ মেনে নেয়ার আহ্বান ট্রাম্পজামাতার

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে, পাঁচ হাজার কোটি ডলারের পরিকল্পনার প্রথম অংশ প্রকাশ করলো যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের জন্য একে ‘শতাব্দীর সেরা সুযোগ’ বলে দাবি ওয়াশিংটনের।

মঙ্গলবার (২৫ জুন) বাহরাইন সম্মেলনে এ প্রস্তাবনা তুলে ধরেন হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার।

এসময় তিনি বলেন, শান্তি চাইলে পূর্বশর্ত হিসেবে এ প্রস্তাবনা মেনে নিতে হবে ফিলিস্তিনকে। সেক্ষেত্রে অর্ধেকের বেশি অর্থবরাদ্দ পেতে পারে ফিলিস্তিন।

যদিও কয়েক দশকের ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে কোনো রাজনৈতিক সমাধানের কথা উল্লেখ নেই এতে।

মানামায় দু’দিনব্যাপী এ সম্মেলন আগেই বর্জন করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনিদের মাতৃভূমির অধিকার আদায়ের লক্ষ্য ধূলিস্যাতে একে মার্কিন প্রশাসনের অপচেষ্টা ও পক্ষপাতিত্ব আখ্যা দিয়েছে ফিলিস্তিন।

সম্মেলনে বিভিন্ন আরব রাষ্ট্র অংশ নিলেও আমন্ত্রণ জানানো হয়নি ইসরায়েলকে।

Exit mobile version