Site icon Jamuna Television

বিশ্বজুড়েই গণতন্ত্রে আস্থা হারাচ্ছে মানুষ: জরিপ

বর্তমান বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে মানুষ। বিশ্বের মোট জনগোষ্ঠীর মাত্র অর্ধেক নিজেদের দেশকে গণতান্ত্রিক বলে মনে করেন।

গণতান্ত্রিক দেশ হিসেবে খ্যাত দেশগুলোর নাগরিকরাও তাদের শাসন ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। পশ্চিম ইউরোপের বাসিন্দারা ব্যাংক ও সোশ্যাল মিডিয়াকে গণতন্ত্রের জন্য হুমকি মনে করেন।জার্মান জরিপকারী প্রতিষ্ঠান ডালিয়া রিসার্চ অ্যান্ড অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশনের জরিপে এ তথ্য উঠে এসেছে। ৫৭টি দেশের দেড় লাখেরও বেশি মানুষের ওপর চালানো এ জরিপের ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। খবর রয়টার্সের।

জরিপে দেখা গেছে, গণতান্ত্রিক হিসেবে খ্যাত দেশগুলোর ৩৮ শতাংশ নাগরিকই তাদের শাসনব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট।

ডালিয়া রিসার্চের প্রধান নির্বাহী নিকো ইয়াসপার্স বলেন, এ মুহূর্তে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে- জনগণ রাষ্ট্র পরিচালনার এ পদ্ধতিকে গণতান্ত্রিক হিসেবে দেখছে না। নিজেদের দেশ গণতান্ত্রিক কি না, এ প্রশ্নে মার্কিন নাগরিকরা দ্বিধাবিভক্ত বলেও জরিপে উঠে এসেছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির ৪৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে ‘গণতান্ত্রিক’ বলে মনে করেন।

অন্যদিকে ৪০ শতাংশ বলছেন, তাদের দেশে পর্যাপ্ত গণতন্ত্র নেই। জরিপে অংশ নেয়া অর্ধেক মার্কিনি বিশ্বজুড়ে গণতন্ত্রের বিকাশে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখার কথা জানিয়েছেন।

Exit mobile version