Site icon Jamuna Television

গণতন্ত্র নয় বিএনপি-ই খাদের কিনারে: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র এখন খাদের কিনারে, বিএনপির এই অভিযোগ ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিই বরং খাদের কিনারায় আছে।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলনের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর’ র নেতৃত্বে শ্রদ্ধা জানান জাসদের নেতাকর্মীরা। এসময় ইনু বলেন, শহীদ মিলনের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। শ্রদ্ধা জানাতে এসে ডাকসুর তৎকালীন ভিপি ও বিএনপি নেতা আমানুল্লাহ আমান শহীদ মিলন হত্যার পুনতদন্ত দাবি করেছেন।

Exit mobile version