Site icon Jamuna Television

ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের আহ্বান আইনমন্ত্রীর

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নতুন নিয়োগের স্বার্থে আইনমন্ত্রী তাদের পদত্যাগ করার আহ্বান জানান। দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ডেপুটি এ্যার্টনি জেনারেলদের পদত্যাগের বিষয়টি নিজেই এ্যার্টনি জেনারেলকে অবহিত করেছিলেন বলেও জানান আইনমন্ত্রী।

লিগ্যাল এইড অফিসারদের ভূমিকা শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে লিগ্যাল এইড অফিসাররা কার্যকর ভূমিকা রাখলে ফৌজদারি মামলার সংখ্যা কমানো সম্ভব। মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভূমিকা পালন করলে সমাজ শান্তি আশার পাশাপাশি বিচারপ্রার্থীরাও উল্লেখযোগ্য হার সেবা পাবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

Exit mobile version