Site icon Jamuna Television

ওমানে পরিত্যাক্ত বিল্ডিং ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু

ওমানে বাবার কাছে মায়ের সাথে বেড়াতে এসে ফটিকছড়ির এক শিশু দেয়াল চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজধানী মাস্কাটের আল খয়ের নামক স্থানে রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর আল জোবায়েদ (৯)।

জোবায়েদ ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ইমামনগর গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র সন্তান। জসিম উদ্দিন মাই টিভির ওমান প্রতিনিধি।
জানা যায়, নিহত জোবায়েদ গত রমজানে মায়ের সাথে বাবার কাছে বেড়াতে আসে। সে ইমামনগর রহমানিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।

 
মর্মান্তিক এ ঘটনায় ওমানস্থ বাঙ্গলী কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এই অকাল মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যমুনা টেলিভিশনের ওমান প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি এইচ এম হুমায়ুন কবির।

Exit mobile version