Site icon Jamuna Television

মতিঝিলে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর মতিঝিলে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম গুলজার হোসেন প্রামাণিক (৫৫)। বুধবার রাতে মতিঝিলের আরামবাগে এ ঘটনা ঘটে।

নিহত গুলজার হোসেন পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রি গুলজার নর্দা হারেজ সড়কে থাকতেন।

নিহতের ছেলে সম্রাট হাসান জানান, নটরডেম কলেজের পাঁচ তলার পাশে মাচাং বেঁধে কাজ করছিলেন বাবা। এসময় হঠাৎ মাচাং ভেঙে নিচে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামিয়া ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তে জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Exit mobile version