Site icon Jamuna Television

পদ্মা সেতুর ১৪তম স্প্যান বসছে

পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হচ্ছে আজ

পদ্মা সেতুর ১৪তম স্প্যান বসানো হবে আজ বৃহস্পিতবার। স্প্যানটি বসানো হবে সেতুর মাওয়া প্রান্তের ১৫ ও ১৬ নম্বর খুঁটিতে।

তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি সকালে মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে যায় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’। আবহাওয়া অনুকূলে থাকলে আজই স্প্যানটি বসবে। এর ফলে এ প্রান্তে পদ্মা সেতুর ২১০০ মিটার দৃশ্যমান হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

Exit mobile version